|
---|
আজিজুর রহমান,গলসি : গলসির পুরসায় ফুটবল খেলায় জয়ী জোগ্রাম কোচিং সেন্টার। কোয়াটার ফাইনালে শেষ খেলায় আজ জোগ্রাম কোচিং সেন্টার ও ধামসো উন্নয়ন সংঘ মুখোমুখি হয়। খেলার প্রথম অর্ধের ৪ মিনিটে জোগ্রাম এর খেলোয়াড় আনন্দ মালিক ম্যাচের প্রথম গোল করেন। তারপরই ৬ মিনিটে তাদের খেলোয়াড় দেবাশীষ রায় আর একটি গোল করে ব্যাবধান বাড়ান। ২৮ মিনিটে শিশির সোরেন পুনরায় একটি গোল করলে ৩-০ গোলে এগিয়ে যায় জোগ্রাম কোচিং সেন্টার। দ্বিতীয় অর্ধে ধামসো একটি আত্মঘাতী গোল করে। খেলায় জোগ্রাম ৪-০ গোলে জয়লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন জোগ্রাম কোচিং সেন্টারের আনন্দ মালিক। জানা গেছে, পুুরসা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় গত ইংরেজী ৫ ই নভেম্বর ওই খেলার সুচনা হয়। খেলার মাঠে উপস্থিতি ছিলেন, স্থানীয় স্কুল শিক্ষক আবুবক্কর খান, বিশিষ্ট সমাজসেবী সেখ লাল্টু, তেঁতুলমুড়ি তরুন সংঘের সম্পাদক সেখ সাইফুল হক, পুরসা অগ্রগামী যুব সংঘের সম্পাদক সেখ ফিরোজ আহম্মদ সহ ক্লাবের সকল সদস্যরা।