|
---|
রেজিনা খাতুন, সাগরদিঘী : মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার বড়ুয়া গ্রামের ছেলে মানবতার পাশে আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাহাবুদ্দিন গত ৮ই জানুয়ারি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস- ২০২২ মানবসেবা সন্মান পাওয়ার পর আবারও ২রা ফেব্রুয়ারী ২০২২ বুধবার মুর্শিদাবাদের সাগরদিঘীর তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সংবর্ধিত হলেন বেলডাঙ্গার সমাজ সেবক সাহাবুদ্দিন, এদিন সাগরদিঘী বিডিও অফিসে সাগরদিঘীর সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় শ্রী সুরজিৎ চ্যাটার্জী হাত দিয়ে শাহাবুদ্দিনকে সংবর্ধিত করা হয়।
উপস্থিত ছিলেন সাগরদিঘীর বিডিও সুরজিৎ চ্যাটার্জি, ট্রাস্ট এর সভাপতি ইফতিকার আলম, সবুজ বার্তা সংবাদ পত্রিকার সম্পাদক রহমতুল্লাহ, তৌহীদুল হক। গত ৮ই জানুয়ারি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস- ২০২২ সন্মান পাওয়ার পর আবারও তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সম্বর্ধিত হয়ে তিনি বলেন এই সম্মান পেয়ে আমি খুব গর্বিত, আগামীতে এভাবেই মানুষের পাশে থাকবো, মানুষের সেবা করে যাবো, মানবতার পাশে আমরা ট্রাস্টের পক্ষ থেকে অজস্ৰ ধন্যবাদ তরঙ্গ ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ইফতিকার আলম কে, আমাকে এতো বড়ো সম্মান জানানোর জন্য ।