|
---|
নিজস্ব প্রতিনিধি; হলদিয়া: পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানা এলাকার চৈতন্যপুর অঞ্চলের উওর কালীনগর গ্রামের বাসিন্দা তথা গৃহবধূ চন্দ্রা সামন্ত আজ প্রাতঃ ভ্রমণ করতে করতে বেরোন। ঠিক নিজের বাড়ির কাছাকাছি সকাল ৬টা নাগাদ এক যুবক তাঁর পিছু নেয়।
স্থানীয় শিক্ষক তথা আক্রান্ত মহিলার জামাইবাবু স্বপন চক্রবর্তী জানান, যুবকটি একেবারে মহিলার একেবারে বাড়ির সামনেই মহিলার গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মহিলার চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে ধরা পড়ে যায় ঐ যুবক। স্থানীয়রা আটক করে থানায় খবর দেন।
ধৃত যুবক কার্তিক মণ্ডল স্থানীয় উত্তর রানিচক গ্রামের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পরে সুতাহাটা থানার পুলিশ গিয়ে ওই যুবককে গ্রেফতার করে।