|
---|
সংবাদদাতা : বিশ্ব নবী দিবস উপলক্ষে আরামবাগ থানার দৌলতপুর ও হরিপাল থানার অন্তর্গত দঁকে এই দুটি গ্রামে অনুষ্ঠিত হলো বিনামূল্যে পবিত্র অনুবাদকৃত কুরআন বিতরণ কর্মসূচী। সান্তাজ আলি সাহেবের আয়োজনে ও তত্ত্বাবধানে আরামবাগের দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হলো কুরআন বিতরণ কর্মসূচী। মাওলানা সৈয়দ মুরতুজা আল কুরআন এর তেলাওয়াত ও তার বঙ্গানুবাদ পাঠের মাধ্যমে প্রোগ্রাম শুরু হয়। প্রোগ্রামে বক্তব্য রাখেন গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কোরআনের সাতটি ভাষায় অনুবাদ পৌঁছে দেওয়ার কান্ডারী,আল কুরআন একাডেমী লন্ডন এবং দ্যা কুরআন স্টাডি সার্কেলের কনভেনর মাওলানা মহ: রাকিব হক সাহেব উনার বক্তব্যে বলেন কুরআন এসেছে নিজের জীবন গঠন করার জন্য তাই কুরআন না বুঝলে কিভাবে কুরআন দিয়ে জীবন গঠন করবে ,কুরআন এর সাথে যে জুড়বে সে পৃথিবীর শ্রেষ্ট হয়ে যাবে ঠিক নবী সাহাবাদের মতো।প্রত্যেকটা কিতাবের লেখক তার কিতাবে ভুল থাকতে পারে বলে জানিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলামীন কুরআনের প্রথমেই ঘোষনা করেছেন যে এই কিতাবে কোনো সন্দেহ নেই।পৃথিবীতে এমন কোনো কিতাব নেই যেটা মানুষ পুরোটা মুখস্থ করে একমাত্র কুরআন শরীফ যেটা লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করে রেখেছেন।মানুষকে কুরআন গিফট করতে হবে,এটা সদকা জারিয়া হিসাবে গণ্য হবে।এইভাবে আমাদের প্রচেষ্টা চালাতে হবে যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের কাছে কুরআনের অনুবাদ পৌঁছে যায়।আর এ দায়িত্ত্ব আমাদের সকলকে নিতে হবে, আমাদের সকলকে কুরআনের কর্মী হতে হবে ।কুরআনের আলো প্রত্যেকটি হৃদয়ে জ্বালো,ব্যক্তি ,পরিবার,সমাজ ও রাষ্ট্রে কুরআনের আলো জ্বালানোর আহ্বান জানিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে কুরআনের জন্য কবুল করুন এই দোয়া করে উনি বক্তব্য শেষ করেন। উপস্থিত ছিলেন মায়াপুর হিফজুল কোরআনিয়া সিনিয়র মাদ্রাসার হেড মাস্টার মাওলানা আবু ইসা, সাপড়োজল হাই মাদ্রাসা হেড মাস্টার আব্দুর রহিম, আরামবাগ থানার সান্তাজ আলি,দ্যা কুরআন স্টাডি সার্কেল এর হুগলী জেলার কনভেনর সৈয়দ মর্তুজা আলী ও আরো অনেকে।দ্যা কুরআন স্টাডি সার্কেলের এহেন কর্মসূচি তে গ্রামবাসী গণ প্রশংসা করেন। উক্ত বিষয়ে সৈয়দ মর্তুজা আলী বলেন,”হুগলী জেলার প্রতিটি মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য সকল মানুষকে আহ্বান জানান।”