দুর্গাপ্রতিমা গড়ে নজীর সৃষ্টি করল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিরা

বাবলু হাসান লস্কর ২৪ পরগনা : এদের হাতে খুন হয়েছে কারো স্ত্রী পুত্র পরিজন- কেউবা আবার ফেঁসে গেছেন রাজনৈতিক চক্রান্তে। ওরা প্রত্যেকেই যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি। একদিন যাদের হাত থেকে চিন্ময়ী নারীর মৃত্যু হয়েছিল । আজ তাদের হাতেই মাতৃরূপা মৃন্ময়ী প্রতিমা গড়ে উঠছে অবলীলায়। যাবজ্জীবন সাজা প্রাপ্ত, তাপস বেল্লাল, রাজেশ, আকতার, শংকর, হাবল আনোয়ার নাসিমরা দিনরাত এক করে তৈরি করছেন মৃন্ময়ী প্রতিমা বহরমপুর সেন্ট্রাল কারেকশনাল হোমের রিক্রিয়েশন ক্লাবের মন্ডপে।আর এই অসাধ্য যিনি সাধন করেছেন তিনি হলেন এই কারেকশনাল হোমের ওয়ার্ডেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুতনু মালাকার।মাননীয় ডি আই জি নবীন কুমার সাহা এবং কারেকশনাল হোমের সুপার ইনটেনডেন্ট মাননীয় শুভেন্দুকৃষ্ণ ঘোষের তত্বাবধানে এবারে তাদের থিম সবুজায়ন, অর্থাৎ পৃথিবীতে গাছ লাগান প্রাণ বাঁচান।গাছের সংখ্যা কমে যাচ্ছে, তাই এবার তাদের ভাবনা গাছ লাগিয়ে পৃথিবীটাকে সবুজ করুন, থাকছে সবজের সমারোহ।প্রতিমা থেকে মন্ডপ পুরো পরিকল্পনা মাননীয় সুতনু মালাকারের। পন্চমীর দিন হবে প্রতিমার উদ্বোধন। থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার ডিএন টিভি বাংলা।