আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ক্যানিং যুব সমাজ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ক্যানিং যুব সমাজ

     

     

     

     

    কুতুবউদ্দিন মোল্লা, ক্যানিং : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ক্যানিংয়ের যুব সমাজ।রবিবার সকালে ক্যানিং বাসষ্ট্যান্ডে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জোলনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন অনুষ্ঠানের সূচনা করেন যুব সম্প্রদায়ের বিশিষ্টরা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিবাকর সরকার,বিনয় ভকত,শুভ্র হালদার,অলিভিয়া দাস,রতন মন্ডল সহ সুন্দরবনের কবি ফারুক আহমেদ সরদার। অনুষ্ঠানে যুবসম্প্রদায়ের বিশিষ্টরা মাতৃভাষা আন্দোলনকারী শহীদের জীবন বৃত্তান্ত ও মাতৃভাষা সম্পর্কে আলোচন করেন। পাশাপাশি সর্বস্তরে যাতে করে মাতৃভাষা বাংলার প্রচলন হয় সেই আহ্বান জানান কবি ফারুক আহমেদ।আলোচনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশাত্মবোধক সঙ্গীত অনুষ্ঠিত হয়।সাত সকালে যুব সম্প্রদায়ের এমন মাতৃভাষা প্রীতি দেখার জন্য হাজার হাজার পথচলিত মাতৃভাষা প্রেমী মানুষজনের ভীড় ছিল নজরকাড়া।