কালিয়াচকে বেসরকারী মাদ্রাসায় স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৫০ জনের রক্তদান।

নতুন গতি : রবিবার দিনভর কালিয়াচকের জালালপুর অঞ্চলের নতিপুরে মোজাদ্দেদ্দীয়া জুলফিক্কারীয়া সিদ্দিকীয়া খারেজীয়া শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে 50 জন রক্তদান করেন এছাড়াও উক্তমঞ্চে সমাজসেবী আব্দুল হান্নান দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করেন । এই অনুষ্ঠানে যুব সমাজ ও স্থানীয় মানুষের সহযোগিতা ছিল লক্ষনীয়। অনুষ্ঠানে কলেজ পড়ুয়ারা রক্তদান শিবির সাফল্যে এগিয়ে আসেন। এদিনের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজাপুরের প্রাক্তন বিধায়ক ঈষা খান চৌধুরী, কালিয়াচক থানার আইসি মদনমোহন রায় বিশিষ্ট সমাজসেবী আব্দুল হান্নান, মেধা ফাউন্ডেশনের সম্পাদক সমাজকর্মী শুভঙ্কর সরকার , প্রাক্তন শিক্ষক ও মাদ্রাসার পরিচালক আলহাজ্ব আব্দুল ওয়াহাব, রক্তদান উৎসবের সম্পাদক সাইফুল আলম, সভাপতি মোহা মোজাম্মেল হক সহ বিভিন্নস্তরের মানুষ।


    রক্তদান শিবির অনুষ্ঠানের সম্পাদক মোহা সাইফুল আলম বলেন, মাদ্রাসায় শিক্ষাদানের পাশাপাশি রক্তদান, বস্ত্রদান বিভিন্ন কর্মকান্ডের আয়োজন করা হয় দল মত ধর্ম বর্ন সকলের সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হল। রক্তদান শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করেন ও ৩৫০ জনকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এই উদ্যোগ এই অঙ্গনে প্রথম অনুষ্ঠিত হল এবং এর মাধ্যমে সম্প্রীতি, মানবতা ও ভাতৃত্ববোধের বার্তা দেওয়া হয়। রক্তদান শিবির ও সামাজিক সেবামূলক কাজকর্ম উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথিবর্গ।