|
---|
নিজস্ব সংবাদদাতা :শিলিগুড়িতে লোডশেডিং নিত্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভোগান্তির শিকার হতে হচ্ছে শহরের আমজনতাকে। বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে বিজেপির তরফ থেকে হাকিমপাড়া বিদ্যুৎ বিভাগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ভারতীয় জনতা পার্টির তিন নম্বর মন্ডল কমিটির তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মিছিল বের করে হাকিম পাড়া বিদ্যুৎ বিভাগ গ্রাহক পরিষেবা কেন্দ্রের সামনে মোমবাতি ও প্লাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এইসব কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বিজেপির তরফ থেকে জানানো হয় লোডশেডিং হচ্ছে শহরের মানুষ গরমে ভোগান্তির শিকার হচ্ছেন। লোডশেডিং বন্ধ করতে হবে পাশাপাশি সুষ্ঠুভাবে বিদ্যুৎ সরবরাহ করতে হবে দাবি তোলেন তারা । বিদ্যুৎ আধিকারিক এর হাতে এই বিষয়ে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়।