|
---|
খান আরশাদ, বীরভূম:১ টি বাদে রাজনগরে পঞ্চায়েত সমিতির ও গ্রাম পঞ্চায়েতের সমস্ত আসনের জন্য ১ দিনেই মনোনয়নপত্র দাখিল করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অন্যান্য প্রার্থীদের পাশাপাশি মনোনয়নপত্র দাখিল করলেন রাজনগর ব্লক তৃণমূল সভাপতি সুকুমার সাধুও ।
এদিন রাজনগর ব্লক তৃণমূল কার্যালয় থেকে পদযাত্রা করে মনোনয়ন কেন্দ্রে যান তৃণমূল প্রার্থীরা। রাজনগর পঞ্চায়েত সমিতির ১৫টি আসনের মধ্যে ১৫ টি এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েতের মোট ৭০ টি আসনের মধ্যে ৬৯টিতেই মনোনয়ন জমা করেন তৃণমূল প্রার্থীরা।