মুর্শিদাবাদ জেলাতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদ জেলাতে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। সোমবার রাত্রে মুর্শিদাবাদ পুলিশ জেলার সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সাগরপাড়া থানার অন্তর্গত কাজিপাড়া জল ট্যাঙ্ক মোড়ে থেকে এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করে এবং তার হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র এবং ৪টি গুলি উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম হাফিজুল সেখ। ধৃত হাফিজুল সেখ কে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হয় মঙ্গলবার বহরমপুর আদালতে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের উপর ভিত্তি করে সোমবার রাতে সাগরপাড়া থানার কাজিপাড়ায় পুলিশ অভিযান চালায় এবং সেই খবর সত্যি হয়। এরপরই পুলিশ ওই ব্যক্তির থেকে এই আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করার পাশাপাশি তাকে গ্রেফতার করে। সাগরপাড়া থানার ওসি ইন্দ্রনীল মাহান্ত নেতৃত্বে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করল সাগরপাড়া থানার পুলিশ প্রশাসন। তবে সাগরপাড়ায় এই প্রথম নয়, গত ২৩শে অগাস্ট সাগরপাড়ায় গত পাইপগান ও দুই রাউন্ড গুলি সহ জামরুল সেখ কেও গ্রেফতার করা হয়।অন্যদিকে, গত ২৬শে অগাস্ট কান্দি থানার পুলিশ অভিযান চালিয়ে মাদারহাটি গ্রাম থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির কাছে পাওয়া যায় লং রেঞ্জের একটি পাইপ গান এবং সঙ্গে ২১ টি কার্তুজ। এই বিপুল পরিমাণ কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র মজুত রাখার ঘটনায় কান্দি থানার পুলিশ রবিউল আলম (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। মুর্শিদাবাদ জেলাতে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন।