|
---|
নিজস্ব সংবাদদাতা :”সন্মার্গ” নামক হিন্দি কাগজের ১৪ই জুন ২০২৩-এর ছাপা সংস্করণে চরম জাতি-বিদ্বেষী চাকরি বিজ্ঞাপন ছাপা হয়েছে, যাতে বলা মাড়োয়ারি ছাড়া কেউ চাকরি পাবেনা। চাকরিস্থল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ইন্টারভিউয়ের ঠিকানা সেই সন্মার্গ পত্রিকা ভবন, যে পত্রিকার সম্পাদক তৃণমূলের হিন্দি সেলের ইন চার্জ তথা রবীন্দ্রনাথের জন্মস্থান জোড়াসাঁকোর বিধায়ক ভিভেক গুপ্তা।
এই চরম জাতি-বিদ্বেষী বিজ্ঞাপনের বিরুদ্ধে বউবাজার, বরানগর, কামারহাটি সহ বাংলা জুড়ে একাধিক পুলিশ থানায় লিখিত অভিযোগ দায়ের করল বাংলা পক্ষ, ভারতে বাঙালির জাতীয় সংগঠন।
বাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক ডঃ গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। বহিরাগতরা চরম জাতি-বিদ্বেষী নীতির মাধ্যমে বাংলায় বাঙালিদের কাজে নেয়না এবং পুঁজি চাকরি বাজার জমি এলাকা দখল করে বাঙালিকে নিজভূমে পরবাসী করছে। এই বিজ্ঞাপন সেটা চোখে আঙুল দিয়ে দেখালো। বাংলায় করে খাওয়া বহিরাগতরা এমন হাজার হাজার বাঙালি-বিদ্বেষী বিজ্ঞাপন দিয়েছে আগে যেখানে লেখা – বাঙালি নেওয়া হবেনা, শুধু বিহারী ও মাড়োয়ারিদের জন্য, ইত্যাদি। অন্য রাজ্য হলে এর পরিণাম সাংঘাতিক হত। বাংলা পক্ষ আইন ও সংবিধানে বিশ্বাস করে তাই আমরা বাঙালি জাতির শত্রুদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা হিসেবে বাংলার সব বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই, যা ভারতের অনেক রাজ্যে চালু আছে”।