|
---|
আজিজুর রহমান, গলসি : বেশ কয়েকদফা দাবী নিয়ে গলসি ২ বিডিও অফিসে ডেপুটেশন দিলো ভারতীয় জাতীয় কংগ্রেস। এদিন বৈকাল চারটার সময় গলসি ২ ব্লক কার্যকরী সভাপতি রাজীব মল্লিকের উদ্দ্যোগে ওই ডেপুটেশন দেওয়া হয়। গলসি এলাকায় রাস্তাঘাট মেরামত, একশো দিনের কাজের বকেয়া টাকা প্রদান, দুয়ারে সরকারে নতিভুক্ত নতুন জবকাড হোল্ডারদের কাজ, লক্ষীর ভান্ডার প্রকল্প টাকা প্রদান সহ বেশ কয়েকদফা দাবীতে ওই ডেপুটেশন দেওয়া হয়। এর পাশাপাশি বিডিও অফিসের সামনে একটি পথ সভার আয়োজন করে কংগ্রেস। সেখানে মাইক হাতে বক্তব্য রাখেন কংগ্রেস নেতারা। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি, প্রবীর গাঙ্গুলী, খন্ডঘোষ ব্লক সভাপতি সেখ সাহানাজউদ্দিন, বর্ধমান জেলা সেবাদলের চেয়ারম্যান জোৎস্না গড়াই, বর্ধমান উত্তর ব্লক কংগ্রেসের সভাপতি হিলাল উদ্দিন আহম্মেদ, জেলা শিক্ষা সেলের সভাপতি উৎপল চট্ররাজ সহ কংগ্রেস নেতা কর্মীরা। গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন তাদের দাবী খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।