পুলওয়ামার ঘটনায় নিহত জওয়ানদের আত্মার শান্তির কামনায় কাটোয়ার নন্দীগ্রামে মোমবাতি মিছিল

রাহুল রায়, পূর্ব বর্ধমান:

    গত ১৪ ই ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামার লেটাপোরায় সি,আর ,পি, এফ কনভয়ের ওপর জঙ্গি হামলায় ৪২ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। সেই ৪২ জন শহিদের আত্মার শান্তি কামনা জানাতে আজ পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রাম অধিবাসীগণের পক্ষ থেকে একটি মিছিল করা হয়।

    মোমবাতি মিছিল নন্দীগ্রাম শিবতলা থেকে শুরু হয়ে সামন্তপাড়া, পুবপাড়া, হরিগাছতলা পর্যন্ত গিয়ে আবার নন্দীগ্রাম শিবতলায় শেষ হয়। শেষে শহীদ বেদীতে মোমবাতি দেওয়া হয়। তারপর একমিনিট নিরবতা পালন করা হয়। মোমবাতি মিছিলে পা মেলালেন কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, ছাত্র-ছাত্রী, সেনা জওয়ান, নন্দীগ্রাম যুবক সম্প্রদায়, নন্দীগ্রাম অধিবাসীগণ।