|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান:
এগিয়ে বাংলা, এগিয়ে গ্ৰাম পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের I.S জিপি ফান্ড থেকে ঢালাই রাস্ত নির্মান করা হচ্ছে। রবিবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে থেকে মলয় রায়ের বাড়ির কাছ থেকে শিবতলা পর্যন্ত ঢালাই রাস্তার নির্মান করা হচ্ছে। প্রায় ২২০ ফুট লম্বা এবং ১১ ফুট চওড়া হয়েছে রাস্তাটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তাটা বহু দিন ধরে ওখানকার স্থানীয় লোকজনের চাহিদা ছিল, তা পূরণ হতে চলেছে, ওখানে উপস্থিত ছিলেন নন্দীগ্ৰামের স্থানীয় মানুষজন, এই রাস্তা নির্মান তে তাদের মুখে হাসি ফুটে ওঠে ও শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের উদ্যোগকে সাধুবাদ জানায়।