|
---|
আয়ুব আলি, উ.২৪পরগনা : বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আয়োজিত নাট্য উৎসব পালন করল একাধিক নাট্য সংস্থা,২৭শে মার্চ রবিবার উওর২৪পরগনা জেলার নৈহাটি পৌরসভা র ঐকতান প্রেক্ষাগৃহে সকাল সাড়ে এগারোটায় নাট্য উৎসবে র উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চন্দন সেন ও অন্যান্য বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গন, কাকিনাড়া কলবিতান, মিনি মাইম মাইন, বিহঙ্গ, গরিফানাট্যায়ন, হালিশহর আবহমান, নৈহাটি বঙ্কিম স্মৃতি সঙ্ঘ, নৈহাটি শুক্র চক্র, নৈহাটি সেমন্তী, হালিশহর খেয়া, থিয়েটার জঙ্গল মহল, হালিশহর চারু চর্চা, আকাশ শ্যামনগর, হালিশহর রং তাল থিয়েটার, কাকিনাড়া শিল্পাঙ্গন, প্রভৃতি নাট্য সংস্থা তাদের নাটক মঞ্চায়নের মাধ্যমে বিশ্ব নাট্য দিবস উপলক্ষে আয়োজিত নাট্য উৎসব শেষ হয় রাত্রি ১০টায়।