|
---|
নিজস্ব সংবাদদাতা : হাওড়ার জগৎবল্লভপুরের ব্রাহ্মণপাড়া চিন্তামণি ইনস্টিটিউশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি গঠিত হল। গত ২৭ মার্চ রবিবার পূর্ব নির্ধারিত সূচি মেনেই দুপুর ২ টো থেকে বিদ্যালয়ের কৃষ্ণমোহন শেঠ সভাকক্ষে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীবর্গের আন্তরিক উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সকলের মতামত নিয়ে শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি নির্বাচিত হন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী মুরারীমোহন নন্দী। তাঁর অনুমত্যানুসারে বিভিন্ন উপ-সমিতি গঠন ও তার সভ্য নির্বাচিত হয়।অর্থ-স্মরণিকা-প্রদর্শনী-সাংস্কৃতিক বিবিধ উপসমিতি তার মধ্যে অন্যতম।
বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ও অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রীর প্রাঞ্জল বক্তব্যে সভাকক্ষ ও শ্রোতারা সমাদৃত হয়। সভাপতির সমাপ্তি ভাষণের মধ্যে দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।প্রসঙ্গত উল্লেখ্য, ১৯২৩ সালের ২ ফেব্রুয়ারি এই বিদ্যালয় স্বর্গীয় সাতকড়ি কুণ্ডুর উদোগে প্রতিষ্ঠিত হয়।