|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি, মেদিনীপুর: আজ বিশ্ব সোশ্যাল মিডিয়া দিবসে মেদিনীপুরের সন্তান প্রিয়াংশু সিং এর তৈরি বিনোদনমূলক অ্যাপ “ইনসেন্স” লঞ্চ হলো। ১৭ বছরের প্রিয়াংশু আত্মনির্ভর ভারত তৈরির লক্ষ্যে চীনের তৈরি অ্যাপকে বর্জনে ডাক দিলেন। তাই তিনি নিজেই ২২শে মার্চ অ্যাপ তৈরি করার চিন্তা ভাবনা শুরু করে আজ তার শুভ লঞ্চ হল।
ভার্চুয়াল ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের পার্লামেন্টের সদস্য দিলীপ ঘোষ। মা বাবার এক মাত্র সন্তান প্রিয়াংশু সিং মেদিনীপুর ডি এ ভি পাবলিক স্কুলে পড়াশোনা করেছে। বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। প্রিয় খেলা ক্রিকেট । বাবা রাজীব কুমার রঞ্জনের ছোট কাপড়ের ব্যবসা আছে এবং মা রিঙ্কি সিং গৃহবধূ ।
অ্যাপের প্রসঙ্গে প্রিয়াংশু বলেন, ইনভেটিভ চিন্তাধারা থেকে এই অ্যাপের নাম ইনসেন্স। তিনি আরো বলেন , দেশকে বিশেষ কিছু দেবার উদ্দেশ্যে, আত্মনির্ভর ভারত ও স্কিল ইন্ডিয়া তৈরিতে এই অ্যাপ তৈরি করেছি। এই অ্যাপ সম্পূর্ণ ভারতের। এই অ্যাপ ব্যবহার করলে ব্যবহারকারীদের তথ্য সম্পূর্ণ গোপন থাকবে। ভারতের হ্যাকারদেরকে আমন্ত্রণ জানিয়েছি এই অ্যাপকে হ্যাক করার জন্য কিন্তু আমি নিশ্চিত বলছি কোনো ভাবে এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য হ্যাকারদের হাতে যাবে না। এই অ্যাপ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়।