|
---|
মহামারী করোনা ভাইরাসে গতকাল কেরলেই ২৮ জন নতুন করে আক্রান্ত, কেরলে আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৫
নতুন গতি, ওয়েবডেস্ক :- গতকাল কেরলের মুখ্যমন্ত্রীও প্রেস কনফারেন্সে মাধ্যমে ঘোষণা করে যে পুরো কেরল রাজ্য Lockdown করে দেওয়া হলো ৩১ মার্চ পর্যন্ত কারণ গতকাল কেরলে নতুন করে জীবন নাশক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে ২৮ জন যার মধ্যে ২৫ জনি দুবাই থেকে এসেছিলেন। পরশু দিন পর্যন্ত কেরলে আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ যা গতকাল ৯৫ এ পরিণত হয়।
কেরলে পরিস্থিতি সামাল দিতে গতকাল থেকে Home quarantine এ আছে ৬৩৯৬৩ জন, ৩৮৩ জন কে হাসপাতালের isolation ওয়ার্ডে রাখা হয়েছে, এবং গতকাল পর্যন্ত কেরলে ৮২৯১ জনের রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছিলো যার মধ্যে ১২২ জন কে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়েছে ও ২৯৯৭ জনের রক্ত নেগেটিভ প্রমাণ হয়েছে।