|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর শহরের 19 নম্বর ওয়ার্ড এর বামফ্রন্ট সমর্থিত তরুণ নির্দল প্রার্থী শিক্ষক বিশ্বজিৎ সাউ এর সমর্থনে ওই ওয়ার্ড এর বিভিন্ন স্থানে পথসভা ও মিছিল সংগঠিত হয় বিশ্বজিৎ সাউ কে উদীয়মান সূর্য চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য। এই পথসভায় বক্তব্য রাখেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক মাননীয় ধ্রুবশেখর মণ্ডল, সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য লক্ষ্মীকান্ত মেইকাপ,আলোকে ভট্টাচার্য্য, এলাকার বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব প্রণব চক্রবর্তী ( জেমু দা), মোহন দাস প্রমুখ নেতৃত্ব।
সবাই তরুণ নির্দল প্রার্থী শিক্ষক বিশ্বজিৎ সাউ কে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। বর্তমান কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারের কর্মসংস্থানহীন ও শিল্প না গড়ে ওঠার জন্য এবং রাজ্যের সমস্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান কে PPP model এ আদনি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার নীতি সহ বিভিন্ন বিষয়ে ধ্রুব বাবু রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।