একই দিনে মাঠ থেকে চাষির ৬টি পাম্প মেশিন চুরি! নতুন থানার দাবি কুশিদা এলাকায়

হরিশ্চন্দ্রপুর, ২২ফেব্রুয়ারি: মালদহের হরিশ্চন্দ্রপুর এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে চোরের উৎপাত।কখনো রাস্তা থেকে মোবাইল ছিনতাই তো কখনো আবার বাইক চুরি।এতে এলাকার মানুষ চোরের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে।

    এবার চুরি হলো মাঠ থেকে ৬ টি ডিজেল চালিত পাম্প মেশিন।চুরির ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গোজকাটার মাঠে।এই নিয়ে কুশিদা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

    চুরি হয়েছে টোলারামপুর গ্রামের সুরজ কুমার রায়,হেমন্ত সিং, অজিত রায়,ধ্রুব চন্দ্র রায় ও টিংকল রায় এবং মুকুন্দপুর গ্রামের আব্দুল সালাম সহ ছয় চাষির ছয়টি ডিজেল চালিত পাম্প মেশিন।মঙ্গলবার ওই ছয় চাষি হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।ভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

    এই মাঠে রয়েছে কুশিদা, টোলারামপুর,বালুভোরট ও মুকুন্দপুর এলাকার চাষিদের শত শত বিঘা কৃষি জমি।জমিগুলিতে এইসব মেশিন দিয়ে সেচ করা হতো। মেশিনগুলি চুরি হয়ে যাওয়া চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।