|
---|
শুভদ্বীব পাতি : দখতে দেখতে হোলি শেষ! এবছর জীব জন্তুদের গায়ে রঙ দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা ছিল জোর কদমে। রঙের উৎসব দোল শেষ হয়ে গেলেও, এখনও রঙ হাতে তুলি টানতে ব্যস্ত আছে সব রাজনৈতিক দল। সেই রঙ নিয়ে এক গৃহপালিত পশুকেও যে ভোট প্রচার করতে হবে, তা হয়তো এই অবলা জীব টের পায়নি। কারণ, সে মানব সভ্যতার কিছুই জানে না।
কয়েকদিন ধরে এই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। বিভিন্ন জন বিভিন্ন মন্তব্যও করেছেন। কেনই বা রাজনৈতিক রঙে নিয়ে পশুদের সাথে এমন খেলা? এমন দৃশ্য দেখে পশু প্রেমীরাও বিরোধিতা করতে শুরু করেছেন। আপনারও কিছু মন্তব্য থাকলে তা লিখে জানান আমাদের কমেন্ট বক্সে।