BREAKINGN NEWS রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাব দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন গতি ডিজিটাল ডেস্ক: বড় সিদ্ধান্ত করোনাকালে বন্ধ স্কুল-কলেজ। এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রীদের ভরসা অনলাইন ক্লাস। আর এই অনলাইন পড়াশোনার সুবিধার্থে এবার রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্র-ছাত্রীকে ট্যাব দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্নে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

    এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমাদের এখানে ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে। ৬৩৬টা মাদ্রাসা আছে। কোভিড পরিস্থিতি অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কম্পিউটারের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না। তাই রাজ্যের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে ৫-৬ মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে, তারা ক্লাসগুলো করতে পারে। পঠনপাঠনে সুবিধা হয়।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যের ৯ লক্ষ পড়ুয়াদের হাতে পৌঁছে দেওয়া হবে ট্যাব। এছাড়াও অষ্টম শ্রেণি পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি স্কুলে ট্যাব দেওয়া হবে। যার মাধ্যমে অনলাইন ক্লাস করানো সম্ভব হবে। কোভিড পরিস্থিতিতে মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে স্কুল। করোনা পরিস্থিতিতে এখনও কবে স্কুল চালু হবে, তা নিয়ে এখনও দোলাচল রয়েছে। সংক্রমণের কথা মাথায় রেখে এখনও ক্লাস শুরু নিয়ে কোনও সিদ্ধান্তই নেওয়া যায়নি। আবার এদিকে অর্থনৈতিক সমস্যা অনলাইন ক্লাসও করতে পারছে না বহু ছাত্রছাত্রী। তাই এই আবহে রাজ্য সরকারের ট্যাব দেওয়ার ঘোষণায় বেজায় খুশি পড়ুয়া ও তাদের অভিভাবকরা।