|
---|
সেখ সামসুদ্দিন : ২২ ফেব্রুয়ারি, মেমারি পৌরসভা নির্বাচন ২০২২ উপলক্ষে “খুলে দেখো দু’নয়ন মমতার উন্নয়ন, ধ্বনিছে আকাশ বাতাস এ বাংলার” শ্লোককে সামনে রেখে ইশতেহার প্রকাশ করল মেমারি শহর তৃণমূল কংগ্রেস কমিটি। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি পৌর নির্বাচনের দুই পর্যবেক্ষক শম্পা ধারা ও বাগবুল ইসলাম, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান, মেমারি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি মুর্মু, মেমারি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন বিষয়ী ১৬ টি ওয়ার্ডের প্রার্থীগণ। অঙ্গীকার করা হয় ১) সমস্ত গরিব মানুষের বাংলা আবাস যোজনার আওতায় আনা। ২) মেমারি গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে রূপান্তরিত করা জন্য উদ্যোগ গ্রহণ করা। ৩) মেমারিতে গার্লস কলেজ হোস্টেলের ব্যবস্থা সহ নির্মাণের উদ্যোগ। ৪) ৪ নং ওয়ার্ডে গার্লস জুনিয়র হাই স্কুল ভবন উদ্বোধন ও পঠন-পাঠন শুরু করা। ৫) দূষণমুক্ত প্লাস্টিক ও অন্যান্য এবং যানজট মুক্ত শহর গড়ে তোলা ৬) উন্নততর ড্রেন – নিকাশি, শহরে ঢাকনা সহ নয়নজুলির আমূল সংস্কার ও সৌন্দর্যায়ন। ৭) বিভিন্ন ওয়ার্ডের পার্কগুলির সংস্কার ও সরঞ্জাম এবং নতুন পার্ক তৈরি। ৮) রেললাইনের উপর জি টি রোডে ফ্লাইওভার স্থাপনের সচেষ্ট হওয়া। ৯) আর্থিকভাবে দুর্বল মানুষদের জন্য আরো ৮০০টি বাড়ি তৈরীর উদ্যোগ। ১০) শহরের তিনটি আরবান হেলথ সেন্টার নির্মাণ করা। ১১) শহরে নতুন টাউন কালচারাল কমিটি গঠনের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করার উদ্যোগ। ১২) ফুটবল-ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলার মানোন্নয়নের সচেষ্ট হওয়া ইত্যাদি। ইশতেহার প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন নেতৃত্ব।