|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ২২ ফেব্রুয়ারী মঙ্গলবার শুরু হলো সাগরদিঘী ৫ম বর্ষ, বই মেলা চলবে ২৭ শে ফেব্রুয়ারী পর্যন্ত। এদিন মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী এস. এন.উচ্চ বিদ্যালয় ময়দানে উদ্বোধন হয় ৫ম বর্ষ সাগরদিঘী বই মেলা, জঙ্গীপুর পুলিশ জেলার উদ্যোগে এবং বই মেলা কমিটির পরিচালনায় এদিনের বই মেলার সুভ উদ্বোধন করেন চাহিদা সম্পন্ন শিশু খাদিজা খাতুন, মুন মুন দাস সংগীতা দাস। এদিন বই মেলায় উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে বাইমেলা শুভ আরম্ভ হয়। এদিন বই মেলায় বিশিষ্ট দের মাঝে উপস্থিত ছিলেন কৌশিক দত্ত, তপন জানা, তামিজুদ্দিন মল্লিক, বেরাজুল ইসলাম, এ এম সামিম, প্রমুখ। এদিন বিশেষ অতিথি এ. এম. শামীম বলেন এই বই মেলা বহুকাঙ্খিত বই মেলা। এই বই মেলা সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত অধিকার শ্রী সুমিত বিশ্বাস এর বিশেষ সহযোগিতা ছিল বলেই বই মেলা সমম্পন্ন হয়েছে। বিশিষ্ট অতিথিরা বই কেনার ও পড়ার আহ্বান জানান সকলকে। এদিন বইমেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন শচীন পাল, পরিতোষ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র রবীন দত্ত,জিয়াউর রহমান প্রমূখ। সামগ্র বই মেলার অনুষ্ঠান সুচারুরূপে সঞ্চলনা করেন সুমন চট্টোপাধ্যায়।