|
---|
উজির আলী,চাঁচল:২০ মে
লকডাউন চলছেই। কিন্তু সামনেই ইদ। ইদের আগে দুঃস্থ মানুষদের হাতে নতুন পোশাক তুলে দিলেন মালদহের রতুয়ার তৃণমূল নেতা শেখ ইয়াসিন। মঙ্গলবার ও বুধবার দুদিনে ২৩৫০ জন দুঃস্থ পুরুষ ও মহিলাকে শাড়ি ও লুঙ্গি দেন। লকডাউন শুরু হওয়ার পর থেকেই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন শেখ ইয়াসিন ও তার স্ত্রী তথা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পায়েল খাতুন। প্রতিদিনই বিভিন্ন এলাকা ঘুরে দুঃস্থদের হাতে তুলে দিয়েছেন খাদ্য সামগ্রী। আবার কোয়রান্টিন সেন্টারে থাকা শ্রমিকদের খাইয়েছেন রান্না করা খাবারও।
গত মঙ্গলবার থেকে ফের চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে। এর মধ্যেই রয়েছে ইদ উত্সব। কিন্তু একেই খাবার কেনার সামর্থ্য নেই দুঃস্থ মানুষদের। ফলে উত্সবে নতুন পোশাক কেনার সামর্থ্য দূরের কথা। তাই এবার দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন নতুন পোশাক। মঙ্গলবার রতুয়া-২ ব্লকের পুখুরিয়া, আড়াইডাঙ্গা, পরানপুর, সম্বলপুর এই চারটি গ্রাম পঞ্চায়েত এলাকার ১৪০০ দুঃস্থ মানুষকে নতুন পোশাক দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামশুল হক, জেলা পরিষদ সদস্য সেতারা খাতুন, রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুমিত্রা সরকার হাজির ছিলেন। বুঝবারও একইভাবে রতুয়া-১ ব্লকের সামসি এলাকায় বস্ত্র বিলি করেন তিনি।
এদিন সামসিতে দলীয় কার্য়ালয়ে সামাজিক দূরত্ব মেনে ৯৫০ জনকে নতু বস্ত্র দেওয়া হয়। সামসির শিবিরে ইয়াসিনের সঙ্গেই হাজির ছিলেন জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেন। এদিন ইয়াসিন বলেন, লকডাউনে অনেকেই সমস্যায় পড়েছেন। তাই সাধ্যমতো তাদের নানাভাবে সাহায্য করার চেষ্টা করছি। আসন্ন ইদের কথা ভেবে কিছু মানুষকে নতুন পোশাক দিলাম।