সম্প্রীতির মেল বন্ধনের অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে

 

    খান আরশাদ, বীরভূম।

    মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। কবির এই স্বপ্নকে প্রকৃতইই রূপ দিলো জেলার এককালের প্রাচীন রাজধানী রাজনগর। সোমবার ছিল হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের নিজ নিজ পর্ব্ব। এদিন মুসলিমদের ছিল ইদুল- আযহা। অপর দিকে হিন্দু সসম্প্রদায়ের ছিলো শিবের মাথায় জল ঢালার অনুষ্ঠান। একই দিনে দুই ভিন্ন ধর্মী মানুষদের উৎসব থাকলেও তা সম্প্রীতির উৎসবে পরিনত হল রাজনগরবাসীর চেষ্টায়। রাজনগরের নাকাশ গ্রামের মা মঙ্গল চন্ডির মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যান এলাকার হাজার হাজার ভক্তরা। কিন্তু এখানে স্বেচ্ছা সেবক হিসেবে বহু মুসলিম যুবক নিযুক্ত ছিলেন। অপর দিকে মুসললিমদের ইদগাহে নামাজ পড়তে যাওয়ার সময় সেখানেও স্বেচ্ছা সেবক হিসেবে অনেক হিন্দু সম্প্রদায়ের যুবকরা নিযুক্ত ছিলেন। উদ্দেশ্য একটাই একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যা দেখালো রাজনগরের হিন্দু মুসলিম যুব সম্প্রদায়। এক্ষেত্রে বিশেষ ভুমিকা ছিলো হিন্দুদের আনন্দ মঠ সংগঠন, মুসলিমদের রাহে ইসলাম কমিটি ও রাজনগর থানা।