|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: জেলার রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়ার একটি সুপ্রসিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা জাগরণ৷ বছরে একাধিক সামাজিক উদ্যোগ নিয়ে থাকে সংস্থাটি৷ আজ সোমবার বক্রেশ্বরে পুণ্যার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয় জাগরণ সংস্থার পক্ষ থেকে৷ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বীরভূম জেলার বন বিভাগ তথা সিউড়ি রেঞ্জ৷ এমন সবুজ ভাবনা , উদ্যোগ ও শুভ প্রচেষ্টার প্রশংসা করেন পরিবেশ প্রেমী তথা এলাকাবাসী৷
জাগরণ স্বেচ্ছাসেবী সংস্থার পরিচালক ও সমাজসেবী যুবা সোমনাথ দে সহ অন্যান্যরা জানান, প্রতি বছরের মতো এবছরও বক্রেশ্বরে শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে লক্ষাধিক ভক্ত ভিড় জমান৷ কার্যত মিলন মেলার চেহারা নেয় গোটা এলাকা৷ আমরা এই দিনটিকে তাই বেছে নিয়েছি৷ ঠিক হয় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ উন্নয়নে কিছু পরিকল্পনা গ্রহণ করা হবে৷ সেই মোতাবেক আজ আগত পুণ্যার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়৷ একটি গাছ অনেক প্রাণ এমন স্লোগানকে সামনে রেখে তাঁদের এই সবুজ ভাবনা ও প্রয়াস৷ এক্ষেত্রে সিউড়ি রেঞ্জ অফিস তথা বনবিভাগ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাঁরা খুশি সকলে৷ তাঁদের পূর্ব পরিকল্পনা যে বাস্তবের রুপ পেল তা বলাই যায়৷