|
---|
উজির আলী,চাঁচল:২০ মে
আসছে ধর্মপ্রান মুসলিমদের পবিত্র ঈদ। করোনা আবহে তা নানান বিষয়ে উদ্বিগ্নে রয়েছে চাঁচল থানা এলাকার মানুষ। তবে প্রতিবছরের মতো না। এবছর দীর্ঘক্ষন ধরে ঈদ নিয়ে প্রশাসনিক বৈঠক সম্পন্ন হল মালদহের চাঁচলে। বুধবার চাঁচল সদরের সখ্য ভবনে বৈঠক হাজির ছিলেন, চাঁচলের মহকুমা শাসক সব্যসাচী রায়, চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক সজল কান্তি বিশ্বাস, চাঁচল থানার আই সি সুকুমার ঘোষ ও চাঁচল ১ নং ও ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকরা, মালদা জেলা সংখ্যালঘু আধিকারিক মোদাসসার মোল্লা,
ওয়াকফ বোর্ড অধীনের জেলা ইমাম জাহাঙ্গীর আলম সহ থানা এলাকার দু-ডজন ইমাম সাহেব ও স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগন প্রমুখ।
এদিন আগাম ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু প্রশাসনিক বৈঠক। এলাকায় সুষ্ঠ ভাবে ঈদের নামাজ সম্পন্ন হোক প্রশাসনের তরফে জানানো হয়েছে। যদিও ঈদগাহ প্রাঙ্গনে নামাজ পড়তে আবদার করে তবে সামাজিক দুরত্ব বজায় রেখে নির্দিষ্ট ঈদগাহে দশজন নিয়ে জামাত করার আহ্বান জানিয়েছেন জেলা ইমাম জাহাঙ্গীর সাহেব।
এছাড়াও মহামারী প্রাক্কালে নিজ বাসভবেন নামাজ আদায় করা ফরজ বলে জানিয়েছেন তিনি। এবং বিনা খুৎবাতে ঈদের ওই দু রাকাত নামাজ নিজ গৃহে আদায় করা জায়েজ বলে পবিত্র কোরানের মাধ্যমে ব্যাখা করে বলেন তিনি।