|
---|
শহীদ সেনা স্মরণে রক্তদান শিবির পাইকরে
নিজস্ব সংবাদদাতা,নতুন গতি:– করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া নাগরিকদের ঘর ছাড়তেই নিষেধ করছে প্রশাসন। সোশ্যাল সাইট, টিভি চ্যানেলগুলিতে এই নিয়ে দিনভর চলছে সতর্কতামূলক প্রচার। লকডাউনের জেরে তীব্র সংকট তৈরি হয়েছে রক্তের। সংক্রমণ ছড়িয়ে পড়ার আতঙ্কে রক্তের অভাবে ধুঁকছে ব্লাড ব্যাংক ব্যাংকগুলি। ঘোরতর বিপাকে পড়েছেন রোগীরা। সেই সংকট কিছুটা দূর করতে ও লাদাখের শহীদদের স্মরণে রক্তদান শিবির পালিত হল পাইকর থানার কমিউনিটি হলে। পাঠাগাছি সূর্যোদয় ওয়েলফেয়ার সোসাইটি ও বীরভূম ওয়েলফেয়ার সোসাইটি ছিল মূল উদ্যোক্তা। উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুর রহমান, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিতাভ বিশ্বাস, আসিফ ইকবাল , পাইকর থানার ওসি নুরুল নবি, এসডিপিও সৌম্যজিত বড়ুয়া ছাড়াও প্রমূখ। পাঠাগাছি সূর্যোদয় ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শামীম হোসেন জানান আমরা সোশ্যাল ডিস্ট্যান্স মেনে রক্তদান শিবিরের আয়োজন করি, রক্তদাতাদের হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দেওয়া হয়। আমরা চাই সমস্ত যুব সমাজ রক্তদানে এগিয়ে আসুক যেন রক্তের অভাবে ব্লাড ব্যাংকগুলোতে শূন্যতা না দেখা দেয়।