প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় কংগ্রেসের দ্বারা প্রতিবাদ মিছিল বহরমপুরে

প্রতিনিয়ত পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় কংগ্রেসের দ্বারা প্রতিবাদ মিছিল বহরমপুরে

    আলম সেখ, নতুন গতি, মুর্শিদাবাদ : ধারাবাহিক ভাবে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েই যাচ্ছে, যেই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে নানা রকমের বিক্ষোভ দেখিয়েছিল পেট্রোল ডিজেল গ্যাসের দাম মূল্য কম থাকার সত্ত্বেও, আজকে তারা চুপ চাপ প্রতিনিয়ত দাম বৃদ্ধি করে চলেছে। দেশের এই করুম দশার মধ্যেও জনতার উপর যেই ভাবে চাপ সৃষ্টি করছে বিজেপি সরকার তার বিরুদ্ধে গতকাল দেশ ব্যাপী বিক্ষোভ প্রদর্শন হয় কংগ্রেসের তরফে।

    গতকাল দিল্লীতেও বিক্ষোভ প্রদর্শন হয়, কংগ্রেস শাসিত রাজ্য গুলোতেও বিক্ষোভ প্রদর্শন হয়, প্রতিনিয়ত পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় সরব রাহুল গাঁধী, সোনিয়া গাঁধী। সোনিয়া গাঁধীও সরকারের বিরোধিতা জানান, রাহুল গাঁধী দেশের জনগণ কে টুইট করে অনুরোধ জানান যে মানুষ যেনো এই সরকারের বিরুদ্ধে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি হওয়ায় পথে নামে। ওনার কথা শুনে সুরু হয়ে গেছে বিক্ষোভ প্রদর্শন, কালকে মুর্শিদাবাদ জেলার বহরমপুরেও দেখা গেলো বিক্ষোভ র‌্যালি।

    গতকাল মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের তরফে বহরমপুরে বের হয় এক প্রতিবাদ মিছিল, কালকে বহরমপুরের কংগ্রেস কার্যালয় থেকে একটি মোটর বাইক কাঁধে নিয়ে রাস্তায় শুরু হয় এক প্রতিবাদ মিছিল, অন্তিম সংস্কার এর মতোন করেই সাজিয়ে নেওয়া হয় মোটর বাইক টিকে, প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন বহরমপুর সংসদ অধীর রঞ্জন চৌধুরী, উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস নেতৃবৃন্দ।

    কালকে অধীর রঞ্জন চৌধুরী বলেন – দীর্ঘ ২২ দিন ধরে প্রতিদিন পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেই চলেছে, দীর্ঘ ৩ মাস মানুষের কাছে কোনো কাজ নেই, তাদের কাছে টাকা নেই, কৃষক জমিতে চাষ করতে গেলে তাকে ট্রাক্টরের পেট্রোলের দাম পর্যন্ত বেশি দিতে হচ্ছে এমন অবস্থায় কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছে দেশ ব্যাপী প্রতিবাদ হবে এই সরকারের বিরুদ্ধে, তিনিও এও বলেদেন যে দেশের মধ্যে যাবতীয় সমস্যা তার প্রধান কারণ হলো এই বিজেপি সরকার।

    উল্লেখ্য যে স্বাধীনতার ৭২ বছর পর এই প্রথম ভারতে পেট্রোলের চাইতে ডিজেলের দাম বৃদ্ধি হয়ে গেছে যা সরকারের নাকামির প্রকৃতি উদাহরণ।