বিজেপির পক্ষ থেকে গণডেপুটেশন জমা দেওয়া হলো মহকুমা শাসককে

আজিম শেখ, নতুন গতি, রামপুরহাট:  গত ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস ও রাখীবন্ধন উৎসব একই দিনে ছিলো। ওই দিন রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে ভারতীয় পাতার পাশাপাশি বাংলাদেশের পতকা নিয়ে অনুষ্ঠান করায়, রীতিম।তো সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। আজ তারই প্রতিবাদে রামপুরহাট বিজেপির নগর মন্ডল কমিটির পক্ষ থেকে মহকুমা শাসক কে একটি স্মারক লিপি জমা দেন।

    বিজেপির জেলা সহ সভাপতি স্বরুপ রতন সিনহা জানান,” স্বাধীনতা দিবসের দিনে রামপুরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের পতকা নিয়ে অনুষ্ঠান করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। এমন পবিত্র দিনে অন্য দেশের পতাকা নিয়ে অনুষ্ঠান করার প্রয়োজন ছিলো বলে মনে হয় না। স্কুল কতৃপক্ষ এহেন অবিবেচকের মতো কাজ করায় আমরা লজ্জিত সাড়া বাংলার কাছে। এই বিষয় টি আমরা মহকুমা শাসক কে জানালাম”।

    তিনি আশ্বাস দিয়েছেন কি হয়েছে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। এব্যাপারে রামপুরহাট পৌরসভার উপ-পৌরপিতা সুকান্ত সরকার যিনি বিদ্যালয়ের সভাপতি ছিলেন, তার বক্তব্য আমি এখন পদে নেই, বর্তমানে যা বলার বিদ্যালয় কতৃপক্ষ বলবেন। বিজেপি এর প্রতিবাদে শহরে মিছিল ও করেন।