|
---|
আজিজুর রহমান,গলসি : ১৭ তম রাজ্য সাব জুনিয়র হান্ডবল মহিলা ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হল গলসিতে। সাঁকো চন্দ্রশেখর হাইস্কুলে খেলাটির সুচনা হয় গত ২৮ শে ডিসেম্বর। যেখানে রাজ্যের ১১ টি জেলা মহিলা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। খেলার আয়োজন করে বর্ধমান জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশন। খেলাটি চারদিন ধরে চলে। জেলা হান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক সোমনাথ রায় জানিয়েছেন, এদিন তাদের ফাইনাল খেলা ছিল। ফাইনালে জলপাইগুড়ি কোচবিহারকে হারিয়ে ৬-৭ গোলে জয়লাভ করে। ম্যাচের সেরা খেলোয়াড় হন জলপাইগুড়ির মৈমিতা রায়। সর্বোচ্চ গোল দাতা হন জলপাইগুড়ির বনশ্রী রায়। তিনি সমগ্র খেলায় ২৮ টি গোল করেন। রাজ্যস্তরের ওই খেলায় আলিপুরদুয়ায় তৃতীয় স্থান ও মুর্শিদাবাদ চতুর্থ স্থান দখল করে। উপস্থিতি ছিলেন, রাজ্য হান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কোলে, বর্ধমান সেন্টাল কোঅপারেটিভভ ব্যাংকের আধিকারিক অমিত রজক, সাঁকো চন্দ্রশেখর হাইস্কুলের শিক্ষক বাসুদেব চক্রবর্তী, শিক্ষক আবুবক্কর খান, অবসরপ্রাপ্ত শিক্ষক সেখ ফিরোজ আহম্মেদ সহ অনেকে।