মছলন্দপুর পদাতিক মঞ্চে বিশেষ নাট্যকর্মশালা

সুবিদ আলী মোল্লা, নতুন গতি: ভারত সরকারের সংস্কৃতি দপ্তরের অধীন সঙ্গীত নাটক একাডেমীর সহযোগিতায় মছলন্দপুর ইমন মাইম সেন্টারের নিজস্ব উদ্যোগে নির্মিত মছলন্দপুরের পদাতিক মঞ্চে অনুষ্ঠিত হল দুদিনের নাট্য কর্মশালা। ৬ই এবং ৭ই আগস্ট ২০২৩ এই দুদিন ব্যাপী কর্মশালায় মোট ৫৩ জন ছাত্র-ছাত্রী ও নাট্যকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালার প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্ত সাহা, জগদীশ ঘরামী ও বিষ্ণু রায়। এদিন ছিল ‘হিরোশিমা দিবস’। কর্মশালার সূচনা পর্বে সকলকে যুদ্ধের ভয়াবহতার বিরুদ্ধে “যুদ্ধ নয়,শান্তি চাই” এই বার্তা দেওয়া হয় । প্রশিক্ষকরা মূলত খেলার মাধ্যমে থিয়েটারের পাঠ দেন। নাট্য কর্মশালার দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অনুপ মল্লিক এবং বিশেষ প্রশিক্ষক ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব খোরশেদুল আলম। তিনি বিভিন্ন খেলা এবং সাংস্কৃতিক আদান-প্রদানের মাধ্যমে অংশগ্রহণকারীদের বিশেষ আনন্দ দান করেন। কর্মশালার শেষে এই দুদিনের অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সমগ্র কর্মশালাটির পরিচালনায় ছিলেন মছলন্দপুর ইমন মাইম সেন্টারের কর্ণধার ধীরাজ হাওলাদার। তিনি বলেন,”সঙ্গীত নাটক একাডেমীর সহযোগীতা এবং ছাত্র-ছাত্রীদের আন্তরিক অংশগ্রহণ এই নাট্য কর্মশালাকে সফল করে তুলেছে”।