জামালপুরে ২৫০০ দুস্থদের নতুন জামা কাপড় প্রদান অনুষ্ঠানে জেলাশাসক, সভাধিপতি।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : জামালপুরে ২৫০০ দুস্থদের নতুন জামা কাপড় প্রদান অনুষ্ঠানে জেলাশাসক, সভাধিপতি। বাঙালির প্রাণের উৎসব, সর্ববৃহৎ উৎসব শুরু হতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। ১৭ অক্টোবর পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ডে বিনামূল্যে নতুন বস্ত্র বিতরণ প্রদান অনুষ্ঠান। এই বস্ত্র প্রধান অনুষ্ঠানের উদ্যোক্তা স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক জনকল্যাণ সোসাইটি। সংগঠনের কর্ণধার তথা সভাপতি বিশিষ্ট সমাজসেবী জামালপুরের ভূমিপুত্র মেহমুদ খান অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানান। এই নতুন বস্ত্র প্রদান অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাস ক পূর্ণেন্দু মাঝি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, বি ডি ও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার ওসি রাকেশ সিং, জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি র হিসাব রক্ষক ভূতনাথ মালিক সহ অন্যন্যরা। দুর্গা পুজোর প্রাক্কালে দুস্থ ব্যক্তিরা নতুন জামা কাপড় পেয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিন জামালপুর বাসস্ট্যান্ডে নতুন জামা কাপড় বিনামূল্যে প্রদান অনুষ্ঠানকে ঘিরে এক মেলার চেহারা নিয়ে ছিল। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান, জামালপুরের এই সেচ্ছাসেবী সংগঠনটি মহান উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার টেলিফোনে এই প্রতিবেদককে এক সাক্ষাৎকারে বলেন, দুর্গাপুজোর আগে জামালপুর এলাকার আড়াই হাজার মানুষ নতুন জামা কাপড় পেলেন এ এক মহান উদ্যোগ। এদিন কার্যত বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠেছিল। উদ্যোক্তা ও সংগঠনটি সভাপতির মেহমুদ খান বলেন, কেবল দুর্গা পুজো নয়, ঈদের সময়ও মুসলিম সম্প্রদায়ের দুস্থ মানুষদেরও নতুন জামা কাপড় বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও করোনা কালে হাজার হাজার মানুষদের মুখে এই সংগঠনটি অন্ন যুগিয়ে ছিল। ২০২০ সালে টানা সাতদিন মহিলাদের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সগঠন টি নিরন্তর অসহায় মানুষদের পাশে থেকে সেবা করে চলে।