খাড়ী অঞ্চলের জল স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত রায়দিঘীর বিধায়ক!

রায়দিঘী,নুরউদ্দিন: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়দিঘী বিধানসভার মথুরাপুর দু’নম্বর ব্লকের খাড়ী অঞ্চলের “জল স্বপ্ন” প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন রায়দিঘী বিধানসভার বিধায়ক ডাঃ অলক জলদাতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা, এই দিনের জল স্বপ্ন প্রকল্পের শুভ উদ্বোধনে উপস্থিত হয়ে রায়দিঘীর বিধায়ক ডাঃ অলক-জলদাতা জানিয়েছেন, আমাদের বাঁচতে গেলে পানীয় জলের দরকার, বিশেষ করে আমরা জানি বিভিন্ন এলাকায় যে জলের টিউবওয়েল গুলি আছে সেই টিউবওয়েল গুলির জলের লেয়ার কমে যাচ্ছে, তাছাড়া গরম কালে মা_ বোনেরা টিউবওয়েল গুলিতে জল আনতে যান, অনেকক্ষণ ধরে পাম্প করে জল পাওয়া যায় না,এবং টিউবওয়েল গুলিতে জলের সাথে বালি উঠছে! একের পর এক টিউবওয়েল গুলিতে জলের লেয়ার কমে যাচ্ছে।

    আমাদের কিছু করার নেই,এটা সুন্দরবনের সমস্যা না, এটা সারা বিশ্বের সমস্যা? আজকের আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিন এবং ইজরাইলের যুদ্ধ হচ্ছে, কিন্তু এরপরেও কখনো যদি যুদ্ধ হয় তাহলে এই জলের জন্য বিশ্বযুদ্ধ হবে! কিন্তু আমরাও দেখেছি রায়দিঘীর কঙ্কন দিঘী ও নদীমাতৃক এলাকা গুলিতে যেসব পানীয় জলের টিউবওয়েল গুলি আছে নদীর জোয়ার উঠলে দেখা যায় সে সব টিউবওয়েল গুলিতে নোনা জল পাওয়া যাচ্ছে, যার জন্যে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী সুন্দরবন এলাকার মানুষদের জন্য পানীয় জলের সংকট মেটাতে জল স্বপ্ন প্রকল্প নিয়ে এসেছেন।

     

    দক্ষিণ 24 পরগনা থেকে নুরউদ্দিনের রিপোর্ট নতুন গতি!