|
---|
নিজস্ব সংবাদদাতা : থানার বাইরে প্রতীক্ষালয়ে দীর্ঘক্ষণ বসে থাকা ব্যাক্তি। হঠাৎ এক পুলিশ অফিসারকে দেখে বলে উঠলেন, ‘‘স্যার আমি স্ত্রী ও মেয়েকে খুন করে এসেছি’’, এই বলেই থানায় আত্মসমর্পণ অভিযুক্তের। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর খাসপুর গ্রামে।স্ত্রী মৌসুমী পাল ও আট বছরের মেয়ে সৌমিলি পালকে খুন করে বাড়ি থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে হাবড়া থানায় হাজির অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম সঞ্জীব পাল। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। পুলিশি জেরায় উঠে এসেছে অবৈধ সম্পর্কের প্রসঙ্গ। তারই জেরে নাকি মাঝে মধ্যে অশান্তি হত তাঁদের মধ্যে। সেই অশান্তি চরম আকার ধারণ করে মঙ্গলবার রাতে।সেই রাতে স্ত্রী মৌসুমী পালকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে অভিযুক্ত। তারপর মেয়েকে গলা টিপে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে সেই ব্যক্তি। বুধবার সকালে এমনটাই জানিয়েছে অভিযুক্ত সঞ্জীব পাল। বুধবার হাবরা থানার পুলিশের পক্ষ থেকে বাদুড়িয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।