|
---|
নিজস্ব সংবাদদাতা : বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়া ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া এলাকার এক আভিজাত আবাসনে মধ্যে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোহাম্মদ মোনা, বয়স আনুমানিক ৪৫ বছর। বাড়ি বাঁকড়া কবর পাড়ার এলাকার । পেশায় গাড়ি চালক মোনা গতকাল রাতে বাড়ি ফেরার সময় আবাসনের ভেতরে একটি চারচাকা গাড়ি তাকে পেছনদিক থেকে পিষে দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে চলে যায় । গোটা ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরাতে । খবর পেই সেখানে ছুটে আসেন স্থানীয় এলাকার মানুষজন । তারা অভিযোগ করেন, আবাসনের ভেতরে এমন কিছু অবৈধ কাজকর্ম মোহাম্মদ মোনা দেখে ফেলেছিল যা বাইরে জানাজানি হলে বিপদ হতো, সেই কারণের জন্যই ইচ্ছাকৃতভাবে তাকে গাড়ি দিয়ে পিষে খুন করা হয়েছে । তারা আরও অভিযোগ করেন আবাসনের মূল গেটে নিরাপত্তার কারণ