প্রয়াত গণপতি বসু’র বাগান বাড়িতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব।

নিজস্ব প্রতিবেদক:- মেদিনীপুর শহরের স্বনামধন্য নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান শেষাদ্রী ডান্স অ্যাকাডেমির উদ্যোগে সোমবার বিকেলে শহরের গণপতি নগরে(পালবাড়ি) অবস্থিত, প্রয়াত গণপতি বসু’র বাগান বাড়িতে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। এই বর্ণময় নৃত্যানুষ্ঠানে সংস্থার প্রায় ষাট জন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের কর্ণাধার বিশিষ্ট নৃত্যশিল্পী শেষাদ্রী মিশ্র। বসন্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন নৃত্য উপস্থাপনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় সংস্থার শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক-আভিভাবিকারা এবং সংস্থার শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।অন্যদিকে প্রাক বসন্তকে সামনে রেখে শালবীথি সোশ্যাল অর্গানাইজেসনের দ্বিতীয় বার্ষিকী রঙ মিলান্তি উৎসব সাড়ম্বরে পালন করা হলো মেদিনীপুর শহরের রবীন্দ্র নিলয় হলে। এদিনের অনুষ্ঠানে ছোট ছোট ছেলে মেয়েরা যেমন অংশগ্রহণ করে, তেমনই সব বয়সের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। নাচ গান, আবৃতি, আবির খেলা ও অন্যান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক বসন্ত উৎসব পালন করলো শালবীথির সদস্যারা।এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গিত গুরু জয়ন্ত সাহা, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, সমাজসেবি সুব্রত সরকার, অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজাতা গোস্বামী, ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী অসীম ধর সহ অন্যান্যরা। শালবীথির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা রীতা বেরা, সদস্যা দীপান্বিতা সেন, অপর্ণা দাস, মধুছন্দা মাইতি, দেবলীনা চ্যাটার্জী প্রমুখ। দুই সংস্থার পক্ষ থেকেই বসন্ত উৎসবকে সামনে রেখে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।