|
---|
শেখ আব্দুল আজিম : চেরাগ্রাম হুগলি, মদিনা ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিশ্ব নবী দিবস উপলক্ষে দু’দিনব্যাপী এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রথম দিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও অপারেশনের সহযোগিতা বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষা। এবং দ্বিতীয় দিন 25 অক্টোবর মঙ্গলবার সকাল দশটা থেকে তিনটি বিভাগের কুইজ প্রতিযোগিতা হয় এছাড়াও দুপুর দুটো 30 মিনিটের পর নাতে রাসুল ও কেরাত প্রতিযোগিতা হয় এবং বিকেল পাঁচটায় গুণী ব্যক্তিদের সংবর্ধনা ও এলাকার মৃত ব্যক্তিদের কাফন ও দাফনের যারা সহযোগিতা করেন তাদের বিশেষ সম্মান দেওয়া হয়। এছাড়াও সাড়ে ছটার পরে কোরানিয়া মাদ্রাসার কৃতি ছাত্র-ছাত্রী সহ সিনিয়র মাদ্রাসা আলিম ফাজিল স্কুলের মাধ্যমিক উচ্চমাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয় এবং সর্বশেষে বাদএশা হইতে বিশ্ব নবীর স্মরণে বিশেষ আলোচনা করেন মেজ হুজুর পীর কেবলা (রা) সুযোগ্য পৌত্র জনাব মৌলানা মিনহাজ উদ্দিন সিদ্দিকী সাহেব