|
---|
জাকির হোসেন সেখ,শিরাকোল: পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জইশ ঈ মহম্মদের প্রধান মাসুদ আজহার মারা গেছে বলে ইন্টেলিজেন্সের খবর ঘিরে গতকাল দিনভর হইচই হল সোশ্যাল মিডিয়ায়। খবরটা সত্যি হলে বড় স্বস্তি ভারতের।ভারতের কাছে দুর্ধর্ষ জঙ্গি, এই মুহূর্তে সবথেকে মাথা ব্যথার কারণ,জইশ ই মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহার মারা গিয়েছে বলে গতকালই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়েছে। ফলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। যদিও সরকারি কোনও সূত্রে এখনও এই খবরকে মান্যতা দেওয়া হয়নি। সরকারি ভাবে পাকিস্তান সরকারও এ নিয়ে কোনও বিবৃতি দেয়নি। তবে মনে করা হচ্ছে, মাসুদ আজহারের মৃত্যুর খবর সঠিক হওয়ার সম্ভাবনাই বেশি।বিশ্লেষকরা মাসুদ আজহারের মৃত্যুর যে দুটি সম্ভাবনা তুলে ধরছেন তার প্রথমটা হলঃ হতে পারে ভারতের এয়ার স্ট্রাইকে আহত হয়ে সেই আঘাত সামাল দিতে না পেরেই হয়তো মারা গিয়েছে মাসুদ আজহার।আর দ্বিতীয় সম্ভাবনা হল, যেহেতু কয়েকদিন আগেই মাত্র পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি নিজেই স্বীকার করে বিবৃতি দিয়েছিলেন যে আজহার পাকিস্তানে রয়েছে এবং খুব অসুস্থ। বাড়ি থেকে বেরোনোর ক্ষমতা পর্যন্ত নেই। একেবারে শয্যাশায়ী। তার চিকিতসা চলছে। ইত্যাদি ইত্যাদি।অতএব অন্য সুত্রে খবর পাওয়ামূত্রাশয়ে সংক্রমণের ডায়লিসিস চলা অবস্থায় বা লিভারের ক্যানসারে আক্রান্ত হয়েই হয়তো মারা গিয়েছে মাসুদ আজহার।মৃত্যুর কারণ নিয়ে যাই রটনা হোক এখন শুধু দেখার যে গতকাল সোস্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হওয়া #MasoodAzharDead এই হ্যাশট্যাগ খবরে সরকারি সিলমোহর পড়ে কখন ?