|
---|
মইদুল ইসলাম,মুরারই– বর্তমানে রক্ত সংকট মেটাতে উদ্যোগী হল মুরারই এর একটি ক্লাব। আজকে মুরারই হরিশপুর এর যাত্রীক গোষ্ঠী ক্লাব এর উদ্দ্যোগে এ একটি রক্ত দান শিবির এর আয়োজন করা হয় ।সেখানে মোট 40 জন রক্ত দাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এই ক্লাব এর পক্ষে মহঃ আরিফ বলেন এই প্রথম আমরা রক্ত দান শিবির এর আয়োজন করলাম এবং আমরা প্রতি বছর এই শিবির চালিয়ে যাব। এই রক্ত রামপুরহাট ব্লাড ব্যাঙ্কে রাখা হবে। আজকের এই শিবিরে এ উপস্থিত ছিলেন শ্রী আবদুল হক -সভাপতি মুরারই ২ পঞ্চায়েত সমিতি,শ্রী পূর্ণেন্দু বিকাশ দাস – ওসি পাইকর থানা সহ প্রমুখ।