|
---|
তানবির কাজি, নতুনগতি: পরিচালক হৃষীকেশ মন্ডলের ‘কুসুমিতার গপ্পো‘ ছবির মিউজিক লঞ্চ হয়ে গেল সাড়ম্বরে। উপস্থিত ছিলেন ছবির অভিনেতা-অভিনেত্রী,পরিচালক থেকে সংগীত পরিচালক, গায়ক-গায়িকা প্রমুখ। ‘কুসুমিতার গপ্পো’র কাহিনি লেখা হয়েছে বাংলার মহিলা ফুটবলার কুসুমিতা দাসের জীবনের গল্পের উপর ভিত্তি করে । মহিলা ফুটবলারের জীবন নির্ভর বাংলা সিনেমা করার জন্য পরিচালক অবশ্যই প্রশংসারযোগ্য। তিনি ছবিতে কুসুমিতার মাধ্যমে বাংলার মেয়েদের মধ্যে সাহস জাগাতে পারবেন তা বলা যেতেই পারে।
কুসুমিতার চরিত্রে অভিনয় করেছেন ঊষসী চক্রবর্তী। অন্য সব চরিত্রে অভিনয় করেছেন ফুটবলার শিলটন পাল,সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, মানসী সিনহা, রাহুল ও ডালিয়া। এই সিনেমায় সুরজিৎ চট্টোপাধ্যায়ের সুরে ছবিতে গান গেয়েছেন কিঞ্জল চট্টোপাধ্যায়,লগ্নজিতা,উপল সেনগুপ্ত,প্রশ্মিতা পাল এবং সুরজিৎ চট্টোপাধ্যায় নিজেও। এছাড়াও একটি গানে সুর ও কণ্ঠ দিয়েছেন সিধু। ১৫ মার্চ ছবিটি মুক্তি পাবে।