|
---|
নিজস্ব প্রতিনিধি, তমলুক : তমলুকের বাইকার এ্যাসোসিয়েসন এর উদ্যোগে আজ ভারত মায়ের বীর শহীদ সেনা বাবলু সাঁতরার বাড়ির উদ্যেশ্যে একটি অমরজ্যোতি মোটরবাইক র্যালির আয়োজন করা হয়েছিল।ঠিক সকাল ৯:৩০টায় তমলুকের হাসপাতাল মোড়ের শহীদ ক্ষুদিরামের স্ট্যাচুর পাদদেশ থেকে প্রায় ৭৫ কিলোমিটার পথ অতিক্রম করে কাশ্মীরে ঘটে যাওয়া উগ্রপন্থীদের হামলায় ভারত মায়ের বীর শহীদ সন্তান বাবলু সাঁতরার বাড়ি ১১টার সময় পৌঁছায় ।খবর সূত্রে অরুণ সাউ আমাদের প্রতিনিধি শেখ আরেফুল কে জানান যে , শাহীদ বাবলু সাঁতরার ফটোতে পুষ্পার্ঘ্য ও মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে তার মা, স্ত্রী ও মেয়ের সাথে কথা বলে সমবেদনা জানানো হয় |র্যালি কমিটি তাঁর অসহায় ও 2 মিনিট নিরাবতা পালন করা হয়। পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেয়। র্যালিতে অংশ নেয় তমলুকের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ২৫০ জন সদস্য।প্রত্যেকে সাদা জামা কাপড় পরিহিত এবং প্রত্যেকে হেলমেট মাথায় দিয়ে ভারতীয় জাতীয়পতাকা নিয়ে যোগদান করেন ।