|
---|
মহঃ সফিউল আলম : শিবরাত্রি উপলক্ষে জেলা তথা রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বরও সেজে উঠেছে নতুন আঙ্গিকে৷ শিবরাত্রিকে সামনে রেখে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের পাশাপাশি এখানে শতাব্দী প্রাচীন মেলারও আয়োজন করা হয়৷ প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই৷ গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই মেলার৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট মানুষ জন ও ভক্তবৃন্দ প্রমুখ৷
আজ সোমবার শিবরাত্রি উপলক্ষে ভক্ত দর্শনার্থীরা ভিড় করেন মন্দির চত্বরে৷ ধর্মীয় আচার পালন, পুজো দেওয়ার পর ভক্তদের বক্রেশ্বরের সাবেকি মেলায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতেও লক্ষ্য করা যায়৷ অনেকে সপরিবারে বাড়ির শিশুদের নিয়েও দীর্ঘসময় কাটান৷ সন্ধ্যা থেকেও ভিড় ক্রমে বাড়ছে৷ প্রাচীন এই মেলার একটা ঐতিহ্য রয়েছে বলে জানান এলাকার বাসিন্দা ও প্রবীণরা৷ আয়োজক উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশাসনিক কর্তা ও বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের প্রতিনিধিরা মেলাটিকে আরও কিভাবে আকর্ষণীয় করা যায় তার প্রচেষ্টা চালাচ্ছেন৷ বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়েছে৷ বীরভূম জেলার সুপ্রসিদ্ধ উষ্ণ প্রস্রবণ স্থলটি আগামী দিনে আরও যে বিখ্যাত হয়ে উঠবে তা বলাই যায়৷