|
---|
সংবাদদাতা : সাগরদিঘির অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় রক্তের যোগান পেল তিনজন রোগী। সাগরদিঘী হাসপাতালে চিকিৎসাধীন রোগী জান্নিকা বিবির হঠাৎই জরুরি রক্তের প্রয়োজন হয়ে পড়ে। পরিবারের লোকজন কিছু বুঝতে না পেরেই তৎক্ষণাৎ সাগরদিঘির সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের অন্যতম রক্তযোদ্ধা সামাদ শেখ এর সঙ্গে যোগাযোগ করেন। তড়িঘড়ি সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের তৎপরতায় রক্তদানে এগিয়ে আসেন ট্রাস্টের’ই অন্যতম সদস্য জুয়েল শেখ। সাগরদিঘী ব্লাড সেন্টারে তিনি সামাদ শেখ এর উপস্থিতিতে রক্তদান করেন। এছাড়াও আরও দুই রোগির রক্তের জোগান দিতে এগিয়ে আসেন দুই রক্তদাতা আসাদুল সেখ ও সাইদুর জামান।
সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাসের পক্ষ থেকে রক্তযোদ্ধা সামাদ শেখ ও রক্তদাতাদের এরূপ উদার মানসিকতাকে অসংখ্য ধন্যবাদ জানাই, পাশাপাশি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন।