লাল পরি নীল পরি আয়োজিত বর্ধমান বইমেলায় অনুষ্ঠিত হল কবিতা পাঠ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বর্ধমান উৎসব ময়দানে চলছে অভিযান গোষ্ঠী আয়োজিত ৪৬ তম বইমেলা। ১৮ ফেব্রুয়ারি বইমেলার তৃতীয় দিনে লাল পরি নীল পরি পত্রিকার স্টলে আয়োজিত হল চলমান সাহিত্য সভা ও কবিতা পাঠের আসর। মূল অনুষ্ঠান শুরু হওয়ার প্রাক্কালে প্রয়াত বিশিষ্ট ছড়াকার ভবানী প্রসাদ মজুমদার, প্রয়াত বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রমাপতি হাজরা এবং প্রয়াত কবি স্বপন গুহ ঠাকুরতার স্মরণসভা অনুষ্ঠিত হয়। অধ্যাপিকা আসরফি খাতুন সম্পাদিত লাল পরি নীল পরি পত্রিকার উদ্যোগে এদিন এক অভিনব চলমান কবিতা পাঠের আসরে কবি, সাহিত্যিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই পত্রিকার অন্যতম কর্ণধার লায়েক মইনুল হক উপস্থিত সকল কবি সাহিত্যিকদের সম্ভাষণ জানান। কবিতা পাঠের আসরে প্রবীণ ও নবীন কবি সাহিত্যিকদের উজ্জ্বল উপস্থিতি বইমেলায় নজর কাড়ে। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন অশোক সরকার, অন্তর মুখ পত্রিকার সম্পাদিকা শম্পা সামন্ত , লক্ষণ দাস ঠাকুরা, নার্গিস বেগম, তন্দ্রা মন্ডল, বিকাশ বিশ্বাস, রীতা ঘোষ, প্রত্যুষ বাগ, রথীন পার্থ মন্ডল, জমর সাহানি, অরবিন্দ সরকার প্রমুখ। চলমান সাহিত্য সভাটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট চিত্র সাংবাদিক ও কবি উদিত সিংহ।