সাজিবাবার দরগাহ্ প্রাঙ্গনে সম্পদ এর সাহিত্য সভা

আলিফ ইসলাম,মেমারি : ১৮ ফেব্রুয়ারি: পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার উখরিদ অঞ্চলে সাজি বাবার দরগাহ্ প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবছরও তিন দিনের ওরস উৎসব অনুষ্ঠিত হয়। ৫৮ তম বর্ষের এই মহতী উৎসব প্রাঙ্গনে সম্পদ পত্রিকার ১১ তম বর্ষের সাহিত্য সভা অনুষ্ঠিত হয় ১৮ ফেব্রুয়ারি, রবিবার বাংলা সনের ০৫ ফাল্গুন। সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই সভায় মঞ্চাসীন ব্যক্তিত্ব হলেন বিশিষ্ট সমাজসেবক শ্যামসুন্দর সেন, ফখরুদ্দিন আলি আহমেদ তথা অনুভব আহমেদ,মহম্মদ আকবর আলি, দরগাহ্ শরীফের কর্ণধারদের মধ্যে মহম্মদ সামসুদ্দিন,তপন কুমার দে, মোল্লা সফিকুল ইসলাম দুলাল, বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী প্রমুখ। এবছর সম্পদ রত্ন সাহিত্য সন্মাননায় সন্মান্বিত হন বজলুর রহমান মন্ডল, এহসান সনম,বনবিহারী সামন্ত,সেখ আমির হোসেন, শম্ভুনাথ ভট্টাচার্য, সেখ হাফিজুর রহমান,শৈল নন্দী, সায়ন্তিকা ঘোষ প্রমুখ গুণী ব্যক্তিত্ব। সম্পদ পত্রিকার ১১ তম বর্ষের প্রথম সংখ্যা এবং আলোর পরশ পুস্তক এই অনুষ্ঠানে প্রকাশিত হয়।সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর সঙ্গে সেখ জাহাঙ্গীর, চিরঞ্জীব ঘোষ,সায়ন্তি হাজরা,সেখ আজিমুল হক, অনুভব আহমেদ এবং সুফি রফিক উল ইসলাম। সম্পদ সম্পাদক সেখ মালেক জান,সহ-সম্পাদক কাজী জুলফিকার আলি,সেখ আজিমুল হক, স্বপন কুমার মন্ডল, দিলীপ যশ, শৈল নন্দী প্রমুখ সম্পদ কর্ণধারদের উপস্থিতিতে উপরিউক্ত ব্যক্তিগণ ছাড়াও ডাঃ সেখ সাবের আলি, সেখ রফিকুল ইসলাম,সেখ হাফিজুল ইসলাম,তাপস ভূষণ সেনগুপ্ত, সৌম্য পাল, মিঠু মৌলিক বন্দ্যোপাধ্যায়, পার্বতী মিত্র, দুর্গাপদ রায়, হারুন অল রশিদ, রামপ্রসাদ মাঝি,রীণা কুন্ডু, সবিতা গোস্বামী, সবিতা চ্যাটার্জী, তারা সরকার,সেখ মাসুদ করিম, সেখ মহম্মদ আমিন, স্বরজিত রায়, যুথিকা মুখার্জী,মায়ারাণী সাহা,সমীর চন্দ্র বেতাল,গুরুপদ যশ, মহাদেব কুন্ডু, উত্তম কর্মকার প্রমুখ প্রায় পঁচাত্তর জন এই সাহিত্য সভায় অংশগ্রহণ করেন।