কোন্নগরের প্রতিবন্ধী বিদ্যালয়ে বিনামূল্যে মধ্যাহ্ন ভোজ ঘিরে উন্মাদনা।

লুতুব আলি, নতুন গতি : কোন্নগরের প্রতিবন্ধী বিদ্যালয় বনসায় প্রচেষ্টায় বিনামূল্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। হুগলির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানুষ মানুষের জন্য অন্যতম কর্মকর্তা তন্দ্রা চ্যাটার্জির প্রচেষ্টায় এই মহতী, মধ্যাহ্ন ভোজের আয়োজন হয়। প্রয়াত পরিমল চক্রবর্তী র তৃতীয় বর্ষ মৃত্যুবার্ষিকী উপলক্ষে চক্রবর্তী পরিবার ছিল এই আয়োজনের সৌজন্যে। প্রায় শতাধিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও আবাসিকেরা বিনামূল্যে মধ্যাহ্ন ভোজের আয়োজনে অংশগ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন। তন্দ্রা চ্যাটার্জী বলেন, মানুষ মানুষের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন খুবই আন্তরিকভাবে মাটির কাছাকাছি স্বেচ্ছাসেবী কাজ করে এলাকায় নজির সৃষ্টি করে চলেছে। অন্যদিকে কোন নগরের বনসায় প্রচেষ্টা তারাও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কাজ করছে তাদের এই মহতী উদ্যোগের প্রতি আমরা সাধুবাদ জানাচ্ছি। বনসায় প্রচেষ্টার সম্পাদক সুবীর ঘোষ জানান, সর্বোপরি তন্দ্রা চ্যাটার্জির সহযোগিতায় এই মধ্যাহ্ন ভোজে এখানকার বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও আবাসিকরা অংশ নিতে পেরে ভীষণ খুশি হয়েছে। বনসায় প্রচেষ্টার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা খেলাধুলা ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে একইসঙ্গে যুক্ত হয়ে তারা দেশ এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খেতাব অর্জন করছে।