স্বেচ্ছায় রক্তদান শিবির বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কৃষ্ণমাটিতে

আসাদ আলী,নতুনগতি : ১৮ই ফেব্রুয়ারি ২০২৪, রবিবার দক্ষিণ ২৪ পরগনার উত্তর কাশিপুরের কৃষ্ণ মাটিতে সারাদিন ব্যাপী অর্থাৎ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত একরামুল ইসলামের নেতৃত্বে রংধনু রঙের এক মানবিক মহাযজ্ঞের উত্তরণ ঘটে গেল। যেখানে একেবারে বিনা ব্যয়ে চক্ষু, স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা, বস্ত্র বিতরণ, গুণীজন সম্বর্ধনা, বসে আঁকো প্রতিযোগিতা, কবি সম্মেলন, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি। সহযোগিতায় ছিলেন নিউ লাইফ ফাউন্ডেশন ও দেবায়ন হাসপাতাল । বক্তব্য রাখেন সাউদার্ন হেল্থ ইম্প্রুভমেন্ট সমিতির ডিরেক্টর এম এ ওহাব সাহেব, রক্তদানের তথ্যপূর্ণ ইতিহাস তুলে ধরেন মহঃ রফিকুল ইসলাম, নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতার প্রশংসা করে বক্তব্য রাখেন ভাঙ্গড় থানার ট্রাফিক পুলিশের অফিস ইনচার্জ মিদ্দা ইমাম উদ্দিন, বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর আলম (পাপ্পু),বক্তব্য রাখেন ভাঙ্গড় কলেজের শিক্ষা কর্মী ও কবি লালমিয়া মোল্লা, বক্তব্য ও কবিতা পাঠ করেন শিক্ষক- কবি- প্রবন্ধকার মোঃ মফিজুল ইসলাম, বক্তব্য ও গান করেন চিকিৎসক- কবি ও সাংবাদিক আসাদ আলী, বক্তব্য ও কবিতা পাঠ করেন শিক্ষক কবি মোঃ হাসানুজ্জামান, বক্তব্য ও কবিতা পাঠ করেন শিক্ষক- কবি ও সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বক্তব্য ও কবিতা পাঠ করেন কবি ও গীতিকার মোহাম্মদ জাকির হোসেন, শিক্ষক কবি দীননাথ গোলদার বক্তব্য রাখেন, সাতুলিয়া মাদ্রাসা সুপারিনটেনডেন্ট শেখ গোলাম মঈন উদ্দিন সাহেব বক্তব্য রাখেন, ৫৬ বারের রক্তদাতা মৃণাল কান্তি ঘোষ বক্তব্য রাখেন, শিল্পাঞ্জলি অঙ্কন কলা কেন্দ্রের কর্ণধার হরিহর মন্ডল বক্তব্য রাখেন, বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন, গান করেন সোনালী ম্যাম প্রমুখ। অসাধারণ সঞ্চালনা করেন শেখ নাজির।