|
---|
নতুন গতি, মালদা: সাড়ম্বরপুর্ন ভাবে শুক্রবারী এ কে হাই মাদ্রাসায় উদযাপিত হোল জাতীয় শিক্ষা দিবস। এদিন মৌলানা আবুল কালাম আজাদের জীবনদর্শন ও শিক্ষানীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ডা ওবায়দুল রহমান সাহেব। নবম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। এদিন অঙ্কন, গজল, বক্তব্য প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে মহতি দিনটাকে পালন করা হয়। মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র আব্দুর রাজ্জাক মৌলানা আজাদের মতো সাজে সজ্জিত হয়ে বক্তব্য পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণ করে। পাশাপাশি আনুয়ার জাহান, সুইটি রজক, মদন মুর্মু, রেহেনা খাতুনেরা বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।মাদ্রাসার মীনা মঞ্চ ও শিশু সংসদের দায়ীত্বপ্রাপ্ত শিক্ষক আব্দুল লাহিল মামুন পুরো অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে মৌলানা মুন্তাজ আলি সভাপতিত্ব করেন। অন্যান্য শিক্ষক – শিক্ষিকার মধ্যে উপস্থিত ছিলেন মৌলানা আব্দুল আলিম, মোবারক হোসেন, লতিফুর রহমান, অমলেশ চন্দ্র দাস, স্বপন কুমার পাল, নুজহাত বানু, ইয়াসমিন খাতুন, সাবনাম নাসরিন প্রমুখ।